র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মা রত্নগর্ভা জিন্নাতুন্নেছা চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
গতকাল বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে সিলেটের আম্বরখানায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান।
মরহুমার স্বামী প্রয়াত আব্দুল মান্নান চৌধুরী সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। রত্নগর্ভা মাতার বড় ছেলে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। আরো ২ ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্বে রয়েছেন। এক ছেলে ব্যবসায় নিয়োজিত। তারা সবাই ৪নং শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামের বাসিন্দা।
বুধবার বাদ এশা সিলেটে হজরত শাহজাহাল (র.) এর মাজার প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছাড়াও র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তাকে দরগা কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া মরহুমার রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।