বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার যাদের লাইসেন্সের মেয়াদ নেই এমন হাসপাতাল ও ক্লিনিককে আগামী ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে হাসপাতাল বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৮ আগস্ট) এক আদেশে একথা জানায় স্বাস্থ্য অধিদফতর। অধিদপ্তর থেকে জানানো হয়, প্রতিবছর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স নবায়নের জন্য পরিবেশগত ছাড়পত্র, কর্মকর্তা-কর্মচারীদের বিস্তারিত বিবরণ, সিটি করপোরেশনের ছাড়পত্র, কর সার্টিফিকেট এবং অন্যান্য নথি প্রয়োজন। এই আলোকে এসব হাসপাতালকে নিয়মিত নোটিশ দেয়ার পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এসব কাগজপত্র দিতে পারে না বলে লাইসেন্স নবায়ন করতে আসে না বেসরকারি এসব প্রতিষ্ঠান। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিপত্রে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন ফি এবং নিবন্ধন নবায়ন ফি পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৫০ হাজার ও সর্বোচ্চ আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়। এরপর পাঁচ হাজার হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স করে। বাকিরা লাইসেন্স নবায়ন করতে আসেনি। এদিকে শনিবার দুপুরে কোভিড-১৯ প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতকরণের জন্য গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে টাস্কফোর্সের সদস্য সচিব ও উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান চালানো হবে। এ বিষয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই।করোনাকালে রিজেন্ট হাসপাতালের অনিয়মের পরই সম্প্রতি নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে মাঠে নামে সরকারের বিভিন্ন সংস্থা। এতে দেখা যায় দেশের সুপরিচিত বিভিন্ন হাসপাতাল লাইসেন্স নবায়ন না করেই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, সারাদেশে মোট ১৫ হাজারেরও বেশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশেরই বৈধ লাইসেন্স নেই
সাথেই থাকুক
- Advertisement -
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে মেউর খালে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ!
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে মেউর খালে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ!
মিজানুর রহমান স্বাধীন:
বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নে ১৭.০১.২০২৬ শনিবার রাতে বারঘরিয়া গ্রাম ও...
বরিশালের বাবুগঞ্জে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে এক সময়ের সুদী ব্যবসায়ী আউয়াল হাওলাদার।
বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে এক সময়ের সুদী ব্যবসায়ী আউয়াল হাওলাদার।
সম্প্রতি প্রকাশ্য দিবালোকে দলীয় কর্মী রবিউল ইসলামকে কুপিয়ে হত্যার...
মদিনাতুল উলুম ও নূরানী মাদ্রাসায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বিনামূল্যে বই বিতরণ
মোঃ নুরুল হুদা, কুমিল্লা
কুমিল্লার ময়নামতি ইউনিয়নের মধ্যম শাহদৌলতপুর গ্রামে অবস্থিত মদিনাতুল উলুম ও নূরানী মাদ্রাসার উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিনামূল্যে বই বিতরণ...












