উচ্চারণ : আল্লাহুম্মা আনতা হাসসানতা খালকি ফাহাচ্ছিন খুলুকি।
অর্থ : হে আল্লাহ! আপনি আমার আকৃতি সুন্দর করেছেন, সুতরাং আপনি আমার চরিত্রও সুন্দর করে দিন।
সূত্র : আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়তেন। কোনো কোনো মুহাদ্দিস এটিকে আয়না দেখার দোয়া হিসেবে উল্লেখ করলেও বেশির ভাগ মুহাদ্দিসের মতে এটি কোনো সময়ের সঙ্গে সম্পর্কিত নয়। (বুলুগুল মারাম, হাদিস : ১৫৮০)