লালমাইয়ে ডাকাতিয়া নদীর পাড় থেকে হাত পা বাঁধা ও গলায় রশি আটকানো অবস্থায় শাহপরান (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুমান ৬ টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম জয়নগর থেকে লাশটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ।

শিশুটি একই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বেতাগাঁও সর্দার বাদীর সিএনজি চালক আবদুল মালেকের ছেলে। সে বড়চলুন্ডা গ্রামে অবস্থিত ব্র্যাক স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। গত ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬টায় শাহপরান তার ভাইয়ের মিশুক গাড়ী নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরে যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পায়নি। শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহপরানের পরিবারের সদস্যরা তার লাশ চিহিৃত করে। খবর পেয়েই সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদসহ পিবিআই, কুমিল্লার একটি দল ঘটনাস্থলে পৌঁছেছেন।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।