সোহেল রানা মালয়েশিয়া প্রতিনিধি। মালয়েশিয়া করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য আবারও লকডাউন দিতে পারে! স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক তান শ্রী নুর হিশাম বিন আবদুল্লাহ তার এক টুইটার বার্তায় এ আভাস দিয়েছেন।মালয়েশিয়ায় মনে হচ্ছে করোনার দ্বিতীয় ওয়েব শুরু হয়ে গেল! নতুন করে সকল প্রদেশে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। আজ ১লা অক্টোবর মালয়েশিয়ায় নতুন ২৬০ জন করোনায় আক্রান্তের মধ্যে ১২৯ জন বিদেশি নাগরিক, ১৩০ জন মালয়েশিয়ান নাগরিক। বাহির হতে আসা ১ জনের মধ্যে ১ জনই বিদেশি নাগরিক। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের প্রতি অনুরোধ আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন, সুস্থ ও নিরাপদে থাকুন।