মাহফুজ মিশু, নোয়াখালী
নোয়াখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে যুব ক্রিসেন্ট সেচ্ছাসেবকদের চার দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার থেকে সংস্থার জেলা ইউনিটের হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা: এবিএম জাফর উল্যাহ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। জেলা ইউনিটের উপ-পরিচালক আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা থেকে আগত প্রশিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে নোয়াখালী জেলা ইউনিটের ২০ জন যুব রেড ক্রিসেন্ট সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদেরকে প্রাথমিক সিকিৎসা, সন্ধান এবং উদ্ধার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হবে শনিবার বিকেলে।