শহিদুল ইসলাম শহিদ : নওগাঁ , মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় আজ বুধবার বিকেলে(২৮ শে অক্টোবর) মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালি সফা মন্দিরের মাঠে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দশরাই কারাম উৎসব অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে ৮টি দল অংশগ্রহণ করেন । এই অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীতা অনুষ্ঠান পরিবেশন হয়। এসময় উপস্থিত ছিলেন , মান্দা উপজেলার আদিবাসী পরিষদ শাখার যুগ্ম আহ্বায়ক যোনা উরাও। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুবিন মুন্ডা ও সাধারণ সাংগঠনিক নরেন পাহান ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এমদাদুল হক মোল্লা। আরো বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ,মান্দা থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, ভারশোঁ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সুমন, এবং আরও সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ভারশোঁ ইউনিয়নে অনেক গণ্য-মান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজনদের মতে ,আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দশরাই কারাম উৎসব অনুষ্ঠান হওয়ায় এলাকার মধ্যে একটা আনন্দের ঢল নামে এবং এই অনুষ্ঠান প্রতি বছর নিয়মিত অনুষ্ঠিত হলে এলাকার মানুষের মধ্যে আনন্দের ভিন্ন রকম আমেজ বিস্তার করবে বলে জানান