প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ

করোনাভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বার জাতীয় লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। শুক্রবার থেকে শুরু হওয়া নতুন পদক্ষেপ সম্পর্কে তিনি বলেছেন, শুধু প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার কারণে বাড়ির বাইরে যেতে পারবে সবাই। নভেম্বর মাস জুড়ে এই লকডাউন কার্যকর থাকবে।  

 ম্যাখোঁ জানিয়েছেন, রেস্তোঁরা ও বারের মতো অপ্রয়োজনীয় সব ধরনের ব্যবসা বন্ধ থাকবে। তবে স্কুল ও কারখানা খোলা থাকবে। এ ছাড়া মার্চ মাসের মতো একটি ফরম পূরণ করে প্রয়োজনে সবাই বাড়ির বাইরে যেতে পারবে।

এপ্রিল থেকে করোনায় মৃত্যুর দিক দিয়ে সর্বোচ্চ স্তরে রয়েছে ফ্রান্স। মঙ্গলবার ৩৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ