চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হান্নান ক্রাইম রিপোর্টার সিলেট

কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করেছে চুনারুঘাট উপজেলা কমিউনিটি পুলিশ। ৩১ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় চুনারুঘাট থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্্যালিটি বের করে চুনারুঘাট বাজার প্রদক্ষিণ করা হয়। র্্যালি শেষে চুনারুঘাট থানা প্রাঙ্গণে চুনারুঘাট উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণয় পালের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ আলী আশরাফ, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, চুনারুঘাট উপজেলা কৃষক লীগের সেক্রেটারি শেখ জামাল আহমেদ, চুনারুঘাট মেম্বার সমিতির সভাপতি আব্দুল মালেক। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর খান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি সাংবাদিক আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক মীর জুবায়ের আলম, আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কমিউনিটি পুলিশিং এর সদস্য গন উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা চুনারুঘাটের কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে ত্বরান্বিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন।