মাধবপুরে বিজিবি’র উদ্যোগে টাস্কফোর্স অভিযান ১২লক্ষ টাকার ভারতীয় আতশবাজী জব্দ।

মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট

হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভায় বিজিবির উদ্যোগে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ১২লক্ষ টাকার ভারতীয় আতশবাজী জব্দ করা হয়েছে।
৪ নভেম্বর বুধবার সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান।
বিজিবি পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। পুলিশের পক্ষে নেতৃত্ব দেন মাধবপুর থানার এএসআই হারুন-উর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিশনার, সাংবাদিক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান,
বিজিবি ৫৫ ব্যাটালিয়ন মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত শূন্য থেকে ফ১২কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে মাধবপুর পৌরসভার পশ্চিম এলাকা ৪ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার নাম/ সাইনবোর্ড বিহীন একটি পরিত্যক্ত গুদাম তল্লাশি করে ২৭ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আতশবাজীর সীজার মূল্য ১১ লক্ষ ৭০ হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় আতশবাজী বিজিবির তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামে জমা করা হয়েছে।