রাউজান হলদিয়া আমিরহাট বাজারে একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এতে আংশিক ক্ষতির শিকার হয়েছে আরো কয়েকটি প্রতিষ্ঠান।
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও বাজারের সাবেক সভাপতি এস.এম বাবর আজ বুধবার সকালে জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে বাজারের আকবর হোসেনের টিন ও বাঁশের বেড়ার চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
রাউজান ফায়ার স্টেশন অ্যান্ড ডিফেন্স সার্ভিসের কর্মীরা আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পাশের একই মালিক জমির উর রহমানের ৫তলা আবাসিক ভবনে বসবাসরত নারী পুরুষরা ওপর থেকে রাস্তায় নেমে আসে।
চায়ের দোকানের পাশে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা, হামিদ সওদাগরের মুদির দোকানের গোডাউন, একটি মুড়ির দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্ঠাকালেও ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় কমপক্ষে ৫ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত আকবর হোসেন।