মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট
চুনারুঘাট সীমান্তের মাদক সম্রাট আজিজ (৩৫) কে ২২৩ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। সে উপজেলার সুন্দরপুর গ্রামের কনা মিয়ার পুত্র।
গতকাল বুধবার রাতে সীমান্তের ছয়শ্রী গ্রাম থেকে গুইবিল বিজিবির গোয়েন্দা সদস্য রফিকুল ইসলামের তথ্যের ভিত্তিতে সুবেদার সেলিম আহমেদ তাকে আটক করেন।এ সময় তার হাতে থাকা রামদা দিয়ে বিজিবি সদস্যকে মারতে আসে আজিজ।
আটক আজিজের কাছে একটি বস্তায় ২২৩ বোতল ভারতীয় মরণনেশা ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। যার মুল্য ৯০ হাজার টাকা।
উল্লেখ্য আজিজ এর ৬/৭ ভাইয়ের সকলেই সীমান্তের কোন না কোন চোরা-কারকারি ও মাদকের সাথে জড়িত রয়েছেন।
হবিগঞ্জ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী বলেন,মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ মোতাবেক মাদক ও চোরা-কারকারি রোধে বিজিবি সবসময় তৎপর। এতে কোন ছাড় দেয়া হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত আজিজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।