ঝিনাইদহ প্রতিনিধি:
আসন্ন শৈলকুপার পৌর নির্বাচন কে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাট উদ্দীপনার সৃষ্টি হয়েছে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী কাজী আশরাফুল আলম আজম তিনি বিগত দুইবার নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছে তৈয়বুর রহমান খান তিনি শৈলকুপা পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ছিল কিন্তু বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে ৷ আর এ কারণেই তিনি নৌকার বিরুদ্ধে ঘোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে ৷ অভিযোগ উঠেছে এই তৈবুর রহমান খান দীর্ঘদিন শৈলকুপা পৌর এলাকায় নিজের আধিপত্য বিস্তারের জন্য গড়ে তুলেছে তার নিজস্ব ক্যাডার বাহিনী আর এদেরকে নিয়েই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সব জায়গাতেই চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় ৷ এ বিষয়ে পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা বলেন, গতবার নৌকায় ভোট দেওয়ার ফলে তাদের অনেকেরই বাড়ি ঘর ছাড়তে হয়েছে এবং বিভিন্ন হামলার শিকার হতে হয়েছে ৷ অভিযোগে আরো অনেকেই বলেছেন এই তৈবুর রহমান খান একক আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন সময়ে প্রশাসনকে ম্যানেজ করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নারকীয় হামলা চালিয়েছে ৷
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান এর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হলে নৌকার প্রার্থী কাজী আশরাফুল আজম গণমাধ্যমকর্মীদের বলেন, এই নির্বাচনীয় প্রচার-প্রচারণায় কয়েকদিন পরপরই আমার কর্মীদের উপর নারকীয় হামলা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খানের সন্ত্রাসী বাহিনী ৷ আমি প্রশাসনকে বলতে চাই আপনারা মারা মারির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং শৈলকুপা বাসীকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন ৷












