স্বপন আহাম্মেদ, চুনারুঘাটঃ
সকল নাটকীয়তার অবশান ঘটিয়ে অবশেষে জেল থেকে জামিনে মুক্তি পেলেন আমুরোড বাজারের ৫ দরিদ্র পাহাড়াদার।
(১২ জানুয়ারী) মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তাদের জামিন মঞ্জুর করেন। পাহাড়াদাররা হলেন আসমত আলী,কবির মিয়া,আঃ হক,আঃ জলিল ও আঃ হালিম।
কয়েকমাস পুর্বে আমুরোড বাজারের ব্যবসায়ি সিদ্দিকুর রহমান রাজুর তৈলের দোকানের টিন কেটে কে-বা কাহারা নগদ টাকা নিয়ে যায়। পরে বাজারের পাহাড়াদারদের নামে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন ব্যাবসায়ী রাজু । এই মামলায় কোর্ট পাহারাদারদের জেল হাজতে প্রেরণ করলে পাহারাদারদের ২৩দিন পর আপোষ মিমাংশার শর্তে স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর জিম্মায় জামিনে বের করে আনেন। কিন্তু চেয়ারম্যান বাদীকে মিমাংশার জন্য বার বার তাগদা দিলেও বাদী কোনো কর্নপাত করেনি ।
তাই পরবর্তী মামলার তারিখে আদালত ফের তাদের আটক করে জেল হাজতে প্রেরন করেন । পরে আমুরোড বাজার ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে মামলার বিরুদ্বে প্রতিবাদ সভা করেন এবং বাজার ব্যাবসায়ীদের নিয়ে পাহারাদারদের জামিনে মুক্ত করে আনতে বাদীর দ্বারস্ত হন। বাদীকে নিয়ে অদ্য ১২/ জানুয়ারী ২০২১ হবিগন্জ আদালতে কয়েকজন ব্যাবসায়ী গেলে আদালত বাজার পরিচালনা কমিটির আন্ডারে তাহাদের ২য় বার জামিন মন্জুর করেন