শেখ সবুজ আহমেদ, :
ভাগের মাল ছাগলে, কথায় আছে চোরের উপর বাটপারি, ঠিক সে রকম হয়েছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নে। গত অক্টোবর মাসে কানাডার কথা বলে একটি চক্র অত্র ইউনিয়ন চেয়ারম্যান জনাব বাবুল আক্তারের নিকট তার এলাকায় গরীব মানুষের একটি করে ঘর দেওয়ার কথা বলে কাজ শুরু করে। এ দিকে বাবুল আক্তার যাচাই বাচাই না করে তাদের কে নিয়ে অত্র ইউনিয়নের কিছু লোক নিয়ে একটি কমিটি গঠন করেন। এবং তাদের কে থাকার ব্যবস্থা করেন বেতবাড়ীয়া ইউনিয়ন ভবনের ২য় তলায়। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে বেশ কয়টি বাড়ীর নির্মান কাজ শেষ করে। তাদের কাজের আওতায় ছিল বনগ্রাম দুইটি ইংলিশ মিডিয়াম স্কুল, বনগ্রাম বাজার ইকো ডিজিটাল রিসোট, বনগ্রাম বালিকা বিদ্যালয়ে ৪ তলা ভবন, মকশিদপুর মাছের খামার, চাদট ইংলিশ মিডিয়াম স্কুল, বেতবাড়ীয়া নদী রক্ষা সহ হাজার হাজার কোটি টাকার লোভ দেখি বাবুল আক্তারে মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে আনুমানিক দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা সেই কানাডিয়ান কোম্পানি ৷ এ বিষয়ে বেতবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ সম্ভব না হলেও লোকমুখে শোনা যায়, চেয়ারম্যান বাবুল আক্তার ও বেতবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম (জমির মাস্টার) বলে বিষয়টি আমরা দেখছি প্রয়োজনে আমরা থানা পুলিশের সহযোগীতা নিব। তবে যাদের ঘর বাড়ী আংশিক নির্মান করা হয়েছে তারা তাদের নিজ খরচে বাকী কাজ করে নিবে এতে আমাদের থেকে কোন বাধা আসবে না বলে তারা জানিয়েছে। এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাই, কোন বিদেশী প্রতিষ্ঠান আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার সেও আমাদের কোনো বিষয়ে জানায়নি ৷ যদি কোন বিদেশী সংস্থা কোথাও কাজের জন্য এলে স্থানীয় প্রশাসনকে অবগত করবে এটাই নিয়ম কিন্তু এই প্রতিষ্ঠানটি আমাদেরকে কিছুই জানায়নি ৷ এ বিষয়ে বেদবাড়ীয়া ইউনিয়নের ইউপি সদস্য জমি মেম্বার সংবাদকর্মীদের জানাই, এই কথিত প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের চেয়ারম্যান সাহেব খোঁজ খবর না নিয়ে এই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে অর্থ করি লেনদেন করেছে, এবং জননেত্রী শেখ হাসিনার গৃহহীনদের প্রজেক্ট অনুযায়ী কথিত কোম্পানির অর্থায়নে হল নির্মাণ করায় এটি নিয়মের ভঙ্গ করা হয়েছে এ বিষয়ে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি ৷ খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমাদের নিকট কেউ এখন লিখিত ভাবে জানায় নি কিন্তু শুনেছি এই চক্রের একজন ঢাকাতে আটক হয়েছে ,তাবে লিখিত ভাবে জানালে আমরা এ বিষয়ে তদন্ত শুরু করব বলে আশা দিয়েছে।