মোঃ আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির মেধাবী ছাত্র বানেশ্বর (মাহমুদপুর) গ্রামের মঞ্জুরুল ইসলাম উৎসর্গ (১৯) SSC Exam এর ফরম পূরণ করার জন্য গেলে যেই মাত্র ফরম পূরন করে বিদ্যালয়ের গেইট থেকে বের হয় তখনই মিমাংসীত পুর্ব বিরোধের জের নিয়ে তার একই ক্লাসমিট পূর্ব আন্দিউড়ার শেখ নিয়াজ (১৮) ও আরিফুল ইসলাম (১৮) নামক ২ ছেলেসহ আরও নাম না জানা ১০-১২ জন তাকে মেরে রক্তাক্ত করে।
(০৫ই এপ্রিল ২০২১ রোজঃ সোমবার এ ঘটনা ঘটেছে।পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য মাধবপুর সদর হাসপাতালে পাঠায়।পরবর্তীতে দুই দলের অভিবাবক’দের মত নিয়ে আজঃ ০৮ই এপ্রিল ২১ রোজঃ বৃহস্পতিবার এক বৈঠকে বিচারের আদেশ দেওয়া হয়।
স্কুল কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক সহ বিমান প্রতিমন্ত্রী এড.মাহবুব আলীর এমপি মহোদয়ের ভাই মিজানুর রহমান মিজান, স্কুল পরিচালনা কমিটি ও দুই এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র বিদ্যালয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় অতঃপর দোষী প্রমাণিত নিয়াজ ও আরিফ’কে ৩৫,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়।