কাতার বিশ্বকাপের কোয়ালিফাই পর্ব পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লিওনেল স্ক্যালোনি (৪১)। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে। কাতার বিশ্বকাপে কোয়ালিফাই পর্ব শুরু হবে আগামী বছরের মার্চে এবং তা চলবে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত।
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করা হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করেছেন স্ক্যালোনি। রাশিয়া বিশ্বকাপে শেষ ১৬ থেকে আর্জেন্টিনার বিদায়ের পর হোর্হে সাম্পাওলি বরখাস্ত হন। এরপর গত আগস্টে আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পান স্ক্যালোনি। তার অধীনেই এ মৌসুমে কোপা আমেরিকা খেলেছে আর্জেন্টিনা। কিন্তু সেমিফাইনালে লিওনেল মেসির দল হেরে যায় চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে। তারপরও স্ক্যালোনির ওপরই ভরসা রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এখন স্ক্যালোনির দায়িত্ব কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে কোয়ালিফাই করানো।
সূত্র: ফ্রান্স ২৪