যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসি।

বুধবার (১৯ মে) টুইটারে এক ভিডিও বার্তায় ‘সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন পর্যন্ত’ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলার কিছুক্ষণ পরই এ ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের নাগরিক, আপনাদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ।’

ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে বলায় ভিডিও বার্তায় জো বাইডেনের প্রশংসা করেন নেতানিয়াহু।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাসের চেষ্টা আবারও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে ফ্রান্স এ যুদ্ধবিরতির প্রস্তাব তোলে।