বিশেষ প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলমের ভাগিনা পরিচয় দিয়ে দুবাইতে বহু মানুষের সাথে প্রতারনা করে আসছিল সজিব আহমেদ নামের এই প্রতারক।


গতকাল ভুক্তভোগীদের কয়েকজন তাকে কৌশলে আটক করে।


প্রতারক
সজিব আহমেদ
পিতা: আবুল খায়ের
গ্রাম: মোহাবুল্লাপুর, গোপালপুর, বেগমগঞ্জ
নোয়াখালী।


ঢাকায় ওসমান গনি নামে তার একজন সহযোগী রয়েছে জানা যায়। প্রতারক সজিব নিজে বলেন এবং তিনি মুখে স্বীকারও করেছেন তিনি অনেক মানুষের কাছ থেকে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলম তার আপন মামা এই পরিচয়ে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে মানুষ থেকে টাকা হাতিয়ে নিতো।

আরো বলতো মামা কয়েকশো কোটি টাকা দুবাই আনবে এবং সমস্ত কাজ দেখভালের দায়িত্ব তাকে দেয়া হয়েছে এবং তার সাথে কেউ সহযোগীতায় থাকলে তাকেও মোটা অংকের ভাগ দেয়া হবে বলে প্রতারনার ফাঁদ পাততো।

এক পর্যায়ে ভুক্তভোগীর সামনে কল লিষ্টে অন্য নম্বার জাহাঙ্গীর মামা নামে সেভ করে কথা বলে বিশ্বাস অর্জন করাতো।

পরে খোঁজ নিয়ে জানা যায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলম এর সজিব আহমেদ নামে কোন ভাগিনা নেই।

দুবাই শহর এবং বাংলাদেশ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠে। প্রতারক সজীব নিজ মুখে স্বীকারও করেন। দুবাইয়ের এক ব্যক্তির কাছ থেকে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেন। একে একে তিনি সবকিছুই স্বীকার করেন।