আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার সিলেট।

মুজিব বর্ষের মূলনীতি, জনসেবা আর সম্প্রীতি, এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাট থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর সকাল ১১ ঘটিকায় থানা থেকে একটি র‍্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে থানায় এসে আলোচনা সভায় মিলিত হন। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি এডঃ আকবর হোসেন জিতু (সাবেক) পিপির সভাপতিত্বে. বাবু প্রনয় পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা চুনারুঘাট উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্বার্থ ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান.মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন

পৌর মেয়র সাইফুল ইসলাম রুবেল পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার.. উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান উপজেলা তাঁতি লীগের সভাপতি কবির খন্দকার.. উপজেলা শ্রমিক লীগের সভাপতি খালেদ তরফদার ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান বৃৃন্দ. ইউ/পি সদস্য সদশ্যা বৃন্দ. রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ.মুক্তিযুদ্ধা বৃন্দ, বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান.. উপজেলা তাঁতি লীগের সভাপতি কবির খন্দকার উপজেলা শ্রমিক লীগের সভাপতি খালেদ তরফদার.. উপজেলা ছাত্র লীগের ( সাবেক) সভাপতি মোস্তােফিজোর রহমান(রিপন) প্রেস ক্লাবের পক্ষে সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু. মুক্তিযুদ্ধা কমান্ডার আঃ ছামাদ. সকল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে ১০ নং মিরাশি ইউ/পি আওয়ামী লীগের এর সাধারণ সম্পাদক আঃ ছামাদ মাষ্টার. সকল ইউনিয়নের মেম্বার এর পক্ষে মেম্বার এসোসিয়েশন এর সভাপতি আঃ মালেক. সকল ইউনিয়ন চেয়ারম্যান গনের পক্ষে ৩ নং দেওরগাাছ ইউ/পির চেয়ারম্যান জনাবা সামছুন্নাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার. সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান.(রিপন) চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ আলী আশরাফ. উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদার্থ ভূমিক

সভাপতি কমিউনিটিং পুলিশিং ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু.. প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ আলী আশরাফ ও তদন্ত অফিসার চম্পক দাম এর নেতৃত্যের প্রশংসা করেন।

প্রতিটি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দুর্নীতিবাজ জামাত রাজাকার যদি কমিটির আওতায় থাকে তাদেরকে বাদ দিয়ে নতুন কমিটি করার পরামর্শ দিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।