সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের এই রায় ঘোষণার কথা রয়েছে।

এর আগে গত ৫ ও ২১ অক্টোবর এ মামলার রায় ঘোষণার তারিখ থাকলেও বিচারক অসুস্থ জনিত কারণে ছুটিতে থাকায় এবং রায় প্রস্তুত না হওয়ায় দুইবারই তা পিছিয়ে যায়। রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

গত ২৯ অগাস্ট আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন বিচারের মুখোমুখি হওয়া সাত আসামি। তারা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। অন্যদিকে, দুদকের প্রধান আইনজীবী মোশাররফ হোসেন কাজল সোমবার বলেন, মঙ্গলবার ধার্য দিনেই রায় হবে বলে এখন পর্যন্ত তারা জানেন।

মামলার আসামিদের মধ্যে ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী কারাগারে আছেন।

এছাড়া ব্যাংকের সাবেক এমডি একেএম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা জামিনে আছেন।

গত বছরের ১০ জুলাই, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে ১১ জনকে আসামি করে মামলা করে দুদক।

অভিযোগপত্রে নাম থাকা ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত ২৪ আগস্ট। এরপর ১৪ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।