১৯তম ওভারের প্রথম বলেই এক রান নিয়ে পাকিস্তানকে ৮ উইকেটে জিতিয়ে দিলেন ফখর জামান। শেষ পর্যন্ত ৫১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকলেন তিনি। ১১ বল হাতে রেখে ম্যাচটা জিতেছে পাকিস্তান। তিন টি-টোয়েন্টির সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
মাত্র ১০৮ রানের পুঁজি নিয়ে লড়াই সেভাবে জমাতে পারল না বাংলাদেশ। ৮ উইকেটের জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল পাকিস্তান।
শুরুতে বাবর আজমকে হারালেও দ্বিতীয় উইকেটে রিজওয়ান ও ফখর জামানের ৮৫ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তান। হায়দার আলিকে নিয়ে বাকি কাজ সারেন ফখর।
৫১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন ফখর।
প্রথম ম্যাচে দারুণ লড়াইয়ের পর ৪ উইকেটে জয়ী পাকিস্তান এবার জিতল অনায়াসেই। ১ ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হলো বাংলাদেশের সিরিজ হার।
এই নিয়ে টানা ৭ ম্যাচ হারল বাংলাদেশ। দেশের মাঠে টানা তিনটি সিরিজ জয়ের পর এবার সিরিজ হারের স্বাদও পেতে হলো।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২০ ওভারে ১০৮/৭ (নাঈম ২, সাইফ ০, শান্ত ৪০, আফিফ ২০, মাহমুদউল্লাহ ১২, সোহান ১১, মেহেদি ৩, আমিনুল ৮*, তাসকিন ২* ; আফ্রিদি ৪-০-১৫-২, ওয়াসিম ৩-০-৯-১, মালিক ২-০-১৬-০, রউফ ৩-০-১৩-১, শাদাব ৪-০-২২-২, নওয়াজ ৪-০-২৫-১)।
পাকিস্তান : ১৮.১ ওভারে ১০৯/২ (রিজওয়ান ৩৯, বাবর ১, ফখর ৫৭*, হায়দার ১*; মেহেদি ৪-০-২৩-০, তাসকিন ৪-০-২২-০, মুস্তাফিজ ২.১-০-১২-১, শরিফুল ১.৫-০-১০-০, আমিনুল ৪-০-৩০-১, শান্ত ১.১-০-৪-০, আফিফ ১-০-৬-০)।
বাবরকে ফেরালেন মুস্তাফিজ
মোস্তাফিজের বলে ব্যাট চালাতে গিয়েছিলেন বাবর। কিন্তু বল তাঁর ব্যাটের ভেতরের দিকে লেগে উল্টো স্টাম্পেই আঘাত হানল। ৫ বলে ১ রান করে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক।
বাংলাদেশের পুঁজি ১০৮শেষ ওভারে ৪ রান নিয়ে বাংলাদেশ ইনিংস শেষ করেছে ৭ উইকেটে ১০৮ রান নিয়ে। অলআউট হয়নি, এমন ইনিংসে এটা বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন রান। আগের দুবারই হেরেছিল বাংলাদেশ, এর একটি গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। অন্যটি ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে।পাকিস্তানকে সিরিজ জিততে করতে হবে মাত্র ১০৯ রান।
নুরুলকে ফেরালেন শাহিন
ইনিংসের শেষ দিকে এসেও বাউন্ডারি তো নয়ই, রানই বের করতে পারছেন না ব্যাটসম্যানরা। এর মধ্যে মূল বোলার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে এসেছে পাকিস্তান! ১৭তম ওভারে ২ রান এসেছে।
মেহেদি আউট, বাংলাদেশ ৮৮/৬
১৬তম ওভারের তৃতীয় বলে এগিয়ে এসে লং অফে মারতে চেয়েছিলেন মেহেদী। কিন্তু ব্যাটে-বলে হলো না। উল্টো বোলার নওয়াজের হাতে ক্যাচ অনুশীলন করিয়ে ফিরেছেন মেহেদী।
লড়ে যাওয়া শান্তও ফিরলেন
রউফের বল থার্ডম্যানে ঠেলে দিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ, কিন্তু দ্বিধায় পড়ে গিয়েছিলেন শট খেলতে গিয়ে। বল তাঁর ব্যাটে লেগে গেল উইকেটকিপারের হাতে। ১৫ বলে ১২ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।
শাদাব ফেরালেন আফিফকে
শাদাবের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে চোখ সরিয়ে নেন বল থেকে। একটু ধীরে আসা বলটা আফিফের ব্যাটের ওপরের দিকের কানায় লেগে ওপরে উঠে যায়। উইকেটকিপার রিজওয়ানের ক্যাচটাকে হয়তো ক্যাচই মনে হয়নি!২১ বলে ১ চার ১ ছক্কায় ২০ রান করেছেন আফিফ।
নাইমও ফিরলেন, শুরুতেই চাপে বাংলাদেশ।
ডাক মেরে শুরুতেই সাইফের বিদায়। প্রথম ওভার শেষে বাংলাদেশ ১ উইকেটে ২ রান তুলেছে। উইকেটে মোহাম্মদ নাঈমের সঙ্গে নাজমুল হোসেন। নিজের ওভারের পঞ্চম বলে সাইফকে (০) তুলে নেন শাহিন আফ্রিদি।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ একাদশে নেই কোনো পরিবর্তন। পাকিস্তান একাদশে ফিরেছেন শাহিন আফ্রিদি।
সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচটি জয় ছাড়া কোনো বিকল্প নেই, তাই বলা চলে এবার মিশন সিরিজ বাঁচানোর। আজ জয়ের দেখা পেলে সিরিজে আসবে সমতা, না হয় এক ম্যাচ বাকি থাকতেই হারতে হবে সিরিজ।