রায়ে স্বামী খালাস, আদালত ভবনেই স্ত্রীর ‘বিষপান’
যৌতুকের মামলায় স্বামী খালাস পাওয়ার পর চট্টগ্রাম আদালত ভবনেই ‘বিষপানে’ আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম আদালত ভবনের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
২৬ বছর বয়সী ওই নারী স্বামী জাশেদের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী মঙ্গলবার বিকালে এ মামলার রায় ঘোষণা করেন, যাতে জাশেদকে খালাস দেওয়া হয়।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী যীশু কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরপর আদালতের দিনের কার্যক্রম শেষ হলে আমরা চলে আসি। বিকেল ৫টার দিকে আদালতের বাইরে শৌচাগারের কাছে গিয়ে ওই নারী বিষপানের চেষ্টা করেন বলে জানতে পেরেছি।”
আদালতের একজন কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেওয়া হয়। রায় ঘোষণার পর সেলিনা আক্তার কান্নাকাটি করে আদালত কক্ষ থেকে চলে যান।
“পরে টয়লেটের কাছে গিয়ে ব্যাগের ভেতর থাকা বোতল থেকে বিষপানের চেষ্টা করেন। এ সময় নারী আইনজীবী ও পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে পুলিশ সদস্যরা তাকে নিয়ে যায়।”
কোতোয়ালি থানার ওসি মো. মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারীকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”