প্রথম ম্যাচ বৃষ্টিতেভেস্তে যাওয়ার পর আজ বুধবার মোহালিতে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছ। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেট হারিয়ে তুলেছে ১৪৯ রান। তাই ভারতকে জিততে হলে করতে হবে ১৫০ রান। সর্বাধিক ৫২ করেন অধিনায়ক কুইন্টন ডি’ কক। বাভুমা করেন ৪৯ রান। ভারতের সফলতম বোলার দীপক চাহার (২-২২)।
ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসনের রাস্তায় ছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনার হেনড্রিকস (৬) যদিও রান পাননি। দীপক চাহারের বলে সুন্দরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রোটিয়া অধিনায়ক ৩৫ বলে ৫০ রান করে দলকে টানছিলেন। কিন্তু নভদীপ সাইনির বলে অসাধারণ ক্যাচে ডি’ কককে ফেরালেন বিরাট কোহালি। তার ইনিংসে ছিল আট বাউন্ডারি। ৪৩ বলে বাভুমার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছয়। তাকে ফেরান দীপক চাহার। তিনি ছাড়া বাকি উইকেটগুলো নেন রবীন্দ্র জাদেজা (১-৩১), হার্দিক (১-৩১) ও নভদীপ সাইনি (১-৩৪)।