ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যানজট ও যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। গত চারদিন যাবত মেঘনা ব্রিজে সংস্কার কাজের কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে গোমতী সেতু থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি দেখা গেছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, পঞ্চম দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার ঢাকামুখী যানবাহনের ধীরগতি ও যানজট রয়েছে। মেঘনা ব্রিজের ঢাকামুখী লেন বন্ধ থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। বিকেলে এই লেন খুলে দেয়ার কথা বলেছে ব্রিজ কর্তৃপক্ষ। এরপরও সময় লাগতে পারে।
তিনি আরও জানান, বর্তমানে গোমতী সেতু থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে। এই অংশটুকু অতিক্রম করতে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় লাগছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।