চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বন্ধের দিনও সোনারবাংলা এক্সপ্রেস ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে বন্ধের দিনও সোনারবাংলা ট্রেন চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম-ঢাকা সোনারবাংলা সার্ভিসটির
সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে বিকেল ৫টায়ও যাত্রা শুরু করবে।’
জানা গেছে, এক সপ্তাহ আগে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বাণিজ্যিক বিভাগ চবি’র ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং অতিরিক্ত যাত্রী চাহিদা বিবেচনায় রেখে ‘সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার সোনার বাংলা চালুর’ জন্য প্রস্তাব করে। পরিবহন বিভাগ এ চাহিদাপত্রটি রেল ভবনে প্রেরণ করে।
কিন্তু রেল ভবনের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রস্তাবটি সোমবার পর্যন্ত অনুমোদন করেননি। অবশেষে আজ মঙ্গলবার সোনার বাংলা সার্ভিস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।