চট্টগ্রামে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২০.০০০ পিস ইয়াবা উদ্ধার।

উচ্চকণ্ঠ, মোঃ মিজানুর রহমান স্বাধীন

চট্টগ্রামে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২০.০০০ পিস ইয়াবা উদ্ধার। মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানঃ ২০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মিনি ট্রাকসহ ০১ জন গ্রেফতার ৩১/১০/২০১৯খ্রিঃ ভোর ০৫.১০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব উক্য সিং ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাৎ হোসেন খান ও পুলিশ পরিদর্শক মোঃ আহাম্মদ উল্লাহ এর নেতৃত্বে এসআই/মোঃ মোমিনুল হাসান, এসআই/মোঃ ফরহাদ মহিম, এসআই/মোঃ রাজ্জাকুল ইসলাম, এএসআই/সন্তু শীল, এএসআই/মো: মোবারক হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন আসকারাবাদ ডিটি রোডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মিনি ট্রাকসহ মো: সাঈদ(৪২)’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।