ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস সংঘর্ষের পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়া জাহান।
তিনি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন পৌঁছে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। ঘণ্টা খানেকের মধ্যে অবস্থার উন্নতি হতে পারে বলেও জানান তিনি।
এদিকে, দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরও লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের উদ্ধারে স্থানীয়রাসহ পুলিশ, ফায়ার সার্ভিস, রেলওয়ে ও সেনাবাহিনী কর্তৃপক্ষ উদ্ধারকাজ করছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আহতদের ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে।