সিলেটে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০ জনকে আসামি করা হয়েছে। গত শনিবার দলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করার পর ওই দিন রাতেই পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগ এনে কোতোয়ালি থানায় মামলা করা হয়।
আসামিদের মধ্যে আছেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাউল কবির মিফতা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বারী খোরশেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক মিল্টন, মোস্তফা কামাল ফরহাদ, ছাত্রদলের সদস্য শাহজাহান চৌধুরী মাহি, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরী, জেলা ছাত্রদলের সহসভাপতি রুজেল আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন, যুবদল নেতা কোহিনুর আহমদ, মহানগর বিএনপির সহস্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক, এমসি কলেজ ছাত্রদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহসম্পাদক এম রাসেল আহমদ ও শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল কবির কাদির।