বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের পদত্যাগকে ভেনেজুয়েলা ও নিকারাগুয়ার জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার এক বিবৃতিতে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন টাইমস।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটা ভেনেজুয়েলা ও নিকারাগুয়ার ‘‘অবৈধ’’ শাসকদের জন্য সতর্কবার্তা। এখানে জনগণ ও গণতন্ত্র অবশ্যই সুবিধা পাবে।’
তিনি বলেন, ‘ইভো মোরালেসের পদত্যাগ গণতন্ত্রের জন্য এক অসাধারণ মুহূর্ত।’
বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘প্রায় ১৪ বছর ধরে বলিভিয়ার সংবিধান ও জনগণকে উপেক্ষার পর মোরালেসের প্রস্থানের মাধ্যমে গণতন্ত্র সুরক্ষা পেয়েছে। বলিভিয়ার জনগণ তাদের এত দিনের কণ্ঠস্বর শুনতে পারছেন।’
এদিকে, প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানো ইভো মোরালেস মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। গতকাল সোমবার মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এবরার্ড জানিয়েছেন, মেক্সিকো ইভো মোরালেসের এ আবেদন গ্রহণ করেছে।
এর আগে গত রোববার আন্দোলনের মুখে পদত্যাগ করেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। তার বিরুদ্ধে গত মাসে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে। ইভো মোরালেস এই দাবি মেনে নিয়ে নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের অনুরোধ করেন।
তবে দেশটির রাজনীতিবিদরা, সেনা ও পুলিশ প্রধান তাকে ক্ষমতা থেকে সরে যেতে বলেন। এরপর এক টেলিভিশন ভাষণে মোরালেস বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলাম।’