ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় ছাত্রলীগ নেতাসহ ৪জন আটক।

অনলাইন রিপোর্টার ॥

কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় আব্দুল আজিজ নামে ছাত্রলীগের এক নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ ডাকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আজিজ ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বাকিরা হলেন- মোবারক হোসেন, হাসান ও হারুন মিয়া।

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আব্দুল আজিজের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। তিনি এতদিন ডিবি পুলিশ পরিচয় দিয়ে জিনজিরা ইউনিয়নের বিভিন্ন মহল্লায় চাঁদাবাজি করতেন। তার বিরুদ্ধে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ