গাজীপুরের কাশিমপুর থানায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

নিউজ ডেস্ক:

গত ২০ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ তারিখ শুক্রবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার সময় গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন মোজারমিল তেঁতুইবাড়ী এলাকায় অনন্যা ফিস পার্ক এর ভিতরে রাস্তার পাশে অজ্ঞাত যুবকের মারাত্বক রক্তাক্ত জখম অবস্থায় পরে থাকতে দেখে পথচারীরা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত যুবক মারা যায়। মৃত্যুর পূর্বে যুবকটি তার নাম-পরিচয় বলতে পারেনি। কোন সহৃদয় ব্যক্তি যুবকটির পরিবারের সন্ধান পেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, কাশিমপুর থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। যোগাযোগ মোবাঃ ০১৭৬৯-৬৯৫৪৮৯ ডিউটি অফিসার,কাশিমপুর থানা, জিএমপি গাজীপুর।