নিউজ ডেস্ক:

মোহনা টিভির সামনে অবস্থান কর্মসূচি করবে ডিইউজে ,৩০ ডিসেম্বর মোহনা টিভির সামনে অবস্থান কর্মসূচি করবে ডিইউজে মোহনা টিভি থেকে অবৈধভাবে ১৮ সাংবাদিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মঙ্গলবার মিরপুরে মোহনা কার্যালয়েল সামনে এ মানববন্ধন পালন করা হয়। এ সময় সাংবাদিক নেতারা একই প্রতিবাদে ৩০ ডিসেম্বর অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। মোহনা থেকে চাকরিচ্যুত কর্মীদের দাবি, নিয়ম নীতির তোয়াক্কা না করে নিউজ, ব্রডকাস্ট ও প্রোগ্রাম বিভাগের মোট ১৮ জন কর্মীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। গত ১০ অক্টোবর নতুন আইডি কার্ড দেয়ার কথা বলে, তাদের আইডি কার্ড নিয়ে নেওয়া হয়। এরপর আর প্রতিষ্ঠানে ঢুকতে দেয়া হয়নি। যা শ্রম আইন বহির্ভুত। এ বিষয় মোহনা কর্তৃপক্ষের সঙ্গে ডিইউজি নেতারা ৩ দফা বৈঠক করেছেন। আশানুরূপ কোনো ফল না আসায় মঙ্গলবার এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, মোহনা টিভিতে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। ডিইউজে এ অন্যায় মেনে নিবে না। তারা আরও বলেন, কেউ আইনের উর্ধ্বে না। সুতরাং কেউ যদি মনে করেন, সাংবাদিকদের খেয়াল খুশি মতো সাংবাদিকদের চাকরি থেকে সরিয়ে দেবেন, তাহলে সেটা ভুল করছেন। এ ভুলের মাশুল অন্যায়কারীদের দিতে হবে। মোহনা থেকে চাকরিচ্যুত কয়েকজন জানান, বিভিন্ন সময়ে অফিসে নানা অনিয়ম হয়েছে। কেউ প্রতিবাদ করতে গেলেই চাকরি থেকে সরিয়ে দেওয়ার হুমকি আসতো। সেই ভয়ে অনেকেই চুপ থেকেছেন। এছাড়া একজন নিউজ এডিটর বিভিন্ন সময়ে নারী কর্মীদের কুপ্রস্তাব দিতেন বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন প্রমুখ। এ সময় তারা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগানও দেন।