কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় নির্মানাধীন ভবন ধ্বসে নিহত ১জন, আহত ৮ শ্রমিক জন।

নিউজ ডেস্ক

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে (দিপিকা হল) নির্মাধীন রূপায়ন বিল্ডিং এর ৪ ও ৫ তালার ছাদ ধ্বস রেজা (৩৩) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ শ্রমিক। শুক্রবার বেলা সোয়া ৫টায় ছাদের ঢালাই কাজ চলাকালে এ ঘটনা ঘটে। এসময় ভবনটিতে ২৫ জন শ্রমিক কাজ করছিলো বলে জানায় আহত শ্রমিকদের একজন।

নিহতের পরিবার কে নগদ ২০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে আসা কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সারে ৬ টায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা।