আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির কাছে যাওয়া বিশ্বের কোটি কোটি ভক্তের স্বপ্ন। সবাই তা পায় না। শুধু ভক্তই নয়; এ প্রজন্মের ফুটবলারদের কাছেও মেসি আকাঙ্খিত এক নায়ক। মার্টিন ব্রাথওয়েট এখনও বিশ্ব ফুটবলে চেনা নাম নয়। বার্সেলোনায় যোগ দেওয়ার পর এবার নিজেকে প্রমাণ করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন ড্যানিশ এই স্ট্রাইকার। তার মেসিপ্রেমের গল্প এখন সোশ্যাল সাইটে ঝড় তুলেছে।
লেগানেস থেকে বার্সায় যোগ দেন ব্রাথওয়েট। গ্রিজমানের বদলি হিসাবে তিনি মাঠে নেমেছিলেন। বার্সার জার্সিতে মাঠে নামতে পারাটা স্বপ্নের মতো বলে জানিয়েছেন মার্টিন। শনিবার রাতে লা লিগায় এইবারের বিপক্ষে গোল উৎসব করেছে বার্সা। ৫-০ গোলের জয়ে চার গোল দিয়েছেন মেসি। আর মেসির চতুর্থ গোলটিতে অবদান রয়েছে মার্টিনের। তার পাস থেকে গোল করেন মেসি। এর পর মেসি ছুটে এসে জড়িয়ে ধরেন মার্টিনকে। সেই জড়িয়ে ধরা কোনোদিন ভুলতে পারবেন না বলে জানিয়েছেন মার্টিন।
ম্যাচ শেষে ব্রাথওয়েট বলেছেন, ‘মেসি অভিনন্দন জানিয়েছে। ক্লাবে যোগ দেওয়ার পর থেকে মেসিকে পাশে পেয়েছি। ও সব সময় পরিস্থিতি সহজ করার চেষ্টা করেছে। অসাধারণ মানুষ। পাস দেওয়ার সময়ও ও আমাকে খুঁজেছে। আমার কাছে এর থেকে বড় কিছু আর নেই। আমার ক্রস থেকে ও গোল পেয়েছে। তবে তার থেকেও আমি বেশি খুশি অন্য কারণে। মেসি আমাকে বুকে জড়িয়ে ধরেছে। এই জার্সিটা আমি আর কোনোদিন পরিষ্কার করব না।’