মেসির অনবদ্য পারফরমেন্স এইবারকে হারিয়ে লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল বার্সেলোনা।
কাম্প নউয়ে শনিবার এইবারকে ৫-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। খেলায় চারটি গোল করেন মেসি, যেগুলো ছিল ১৪, ৩৭, ৪০ ও ৮৭ মিনিটে। অন্য গোলটি আর্থার করেন ৮৯ মিনিটে। চলতি আসরে নিজের তৃতীয় হ্যাটট্রিক করেন মেসি।
ইনজুরির কারণে খেলেননি জর্দি আলবা। তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলি ম্যাচের কথা মাথায় রেখে সামুয়েল উমতিতি, সের্হিও রবের্তো, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতিকে বেঞ্চে রাখেন কোচ কিকে সেতিয়েন। এ অবস্থায় দলকে অনেকটা এককভাবে এগিয়ে নেন মেসি।
১৪তম মিনিটে প্রথম গোলটি দেন মেসি। তাঁর কারিশমা শুরু হয় মাঝমাঠে ইভান রাকিতিচের কাছ থেকে বল পেয়ে। প্রতিপক্ষের এলাকায় দ্রুততার সঙ্গে প্রবেশ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
৩৭তম মিনিটে আরেকটি গোল দেন তিনি। আর্তুরো ভিদালের পাস থেকে বল নিয়ে বাম প্রান্ত দিয়ে দুজনকে কাটিয়ে বাম পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোল দেন।
৪০তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে অঁতোয়ান গ্রিজমানকে ব্যাকপাস দেন মেসি। বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড। বল প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যান মেসি। বাম পায়ের শটে গোল দেন তিনি।
৬২তম মিনিটে প্রতিপক্ষের ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
৭৪তম মিনিটে গ্রিজমানের বদলি নামেন উসমান দেম্বেলের ছিটকে যাওয়ার সুযোগে দলে যোগ দেওয়া ব্রাথওয়েট।
৮৭তম মিনিটে খেলার সময় শেষের তিন মিনিট আগে ডান প্রান্ত থেকে ভিদালের চিপ পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েন ব্রাথওয়েট, করেন নিচু দারুণ ক্রস। বল গোলরক্ষকের হাতে লেগে চলে যায় মেসির সামনে। এক ডিফেন্ডার ও গোলরক্ষকে কাটিয়ে নিজের চতুর্থ ও এবারের লিগে অষ্টাদশ গোলটি করেন অধিনায়ক মেসি।
৮৯তম মিনিটে ব্রাথওয়েটের শট ঠিক মতো ফেরাতে পারেননি গোলরক্ষক। ফিরতি বল ছুটে গিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার।
এরপর আর কোনো গোল হয়নি ম্যাচে। পাঁচ গোল নিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন বার্সার খেলোয়াড়রা।
বার্সার পয়েন্ট : টুর্নামেন্টে মোট ৫৫ পয়েন্ট বার্সেলোনার। এর মধ্যে ২৫ ম্যাচে ১৭ জয় ও ৪ ড্র রয়েছে। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার পরবর্তী ম্যাচ : আগামী ১ মার্চ নিজেদের পরবর্তী লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে মেসির দল।