সাংবাদিক রফিকুল ইসলাম

ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুনবী (বিপিএম,পিপিএম)সাহেবের বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এ এন এম নুরুজ্জামান – এর সার্বিক তত্বাবধানে এসআই- মোঃ মোতাহার হোসেন(পিপিএম) এর নেতৃত্বে এসআই- কাজী গোলাম মহিউদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৩/০২/২০২০ ইং তারিখ ২১ঃ৩০ ঘটিকার ফেণী সদর মডেল থানাধীন হাজারী রোডের পূর্ব মাথায় অভিযান পরিচালনা করে ০১.মোঃ আরিফ হোসেন(২৮), পিতাঃ মৃত মন্তাজ মিয়া, মাতাঃ আয়েশা বেগম, সাংঃ চাঁদখালী(তাল আলী বাড়ী) , থানা ও জেলাঃ লক্ষীপুর, ০২. জহিরুল ইসলাম প্রঃ শুক্কুর(৩৫),পিতাঃ জসিম উদ্দিন,মাতাঃ মৃত ডলি বেগম,সাংঃ খোলাহাটি হাশেম বাজার,থানা ও জেলাঃ গাইবান্ধা,বর্তমানে- চর রহিতা(মেস্তরী বাড়ী) থানাঃ লক্ষীপুর সদর,জেলাঃ লক্ষীপুর।

পরে লক্ষীপুর জেলাই অভিযান পরিচনা করে ০৩. মন্টু প্রঃ মামুন(২০), পিতাঃ আব্দুল শহিদ,মাতাঃ শেফালী বেগম,সাংঃ পঃ মান্দরী(হাওলাদার বাড়ী),থানাঃ চন্দ্রগঞ্জ,জেলাঃ লক্ষীপুর, ০৪. সাহাব উদ্দিন(২৮),পিতাঃ বজি উল্যাহ,মাতাঃ আম্মাতান,সাংঃ পশ্চিম মান্দরী(বাক্কার বাপের বাড়ী),থানাঃ চন্দ্রগঞ,জেলাঃ লক্ষীপুর, ০৫. শহীদ(৪০),পিতাঃ মমিন উল্লাহ,মাতাঃ নুর জাহান বেগম,সাংঃ চাঁদখালী(মনিরুজ্জামান এর বাড়ীর পার্শ্বে), থানা ও জেলা লক্ষীপুর সদর দেরকে আটক পূর্বক তাহার হেফাজত হইতে ০২(দুই)টি গোল্ডেন রংয়ের স্বর্নের সদৃশ তামার তৈরি নকল স্বর্নের বার উদ্ধার করা হয়।