বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে। ইতোমধ্যে বিশ্বের প্রায় ৪০ টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এদিকে, ওমরাহ যাত্রী ও মসজিদে নববী সফর করতে আগ্রহীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তারের আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

ওই বিবৃতিতে বলা হয়, যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে সেসব দেশের পর্যটকদের জন্য ভিসা স্থগিত করা হয়েছে। ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে সৌদি আরব থেকে জিসিসি দেশগুলোতে যাতায়াতও স্থগিত করা হয়েছে।

সূত্র : আনাদুলু এজেন্সি