ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। থানা ও হাইওয়ে পুলিশ এসে যানজট নিরসনের কাজ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. সোহান (২০), মো. সাগর (২২), মো. রিফাত (১৬) ও মো. ইমন (১৯)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দেউলী গ্রামে। মাজার জিয়ারত করতে তাঁরা সিলেটে যাচ্ছিলেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ছয়জন নিহত হন।