ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনের দ্বিতীয় দিনে আবারো ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভের কারণে শনিবার সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলা বন্ধ হয়ে গেলে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

এদিকে রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালানোর ঘটনায় প্যানেল বোর্ড ক্ষতিগ্রস্ত হওয়াসহ যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ট্রেনের যাত্রা বিরতী বাতিল করা হয়েছে। যে কারণে শনিবার থেকে ওই রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন থামছে না।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের একটি সূত্র জানায়, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি অবনতি হলে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। যে কারণে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নোয়াখালীগামী আন্তনগর উপকুল এক্সপ্রেস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলী, আখাউড়া রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেস আখাউড়া স্টেশনে আটকা পড়েছে।