ময়মনসিংহে করোনা ভাইরাস আতঙ্কের সুযোগে ফার্মেসিগুলো মাস্কের দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকালে নগরির গাঙ্গিনারনারপাড় এলাকায় একটি দোকানে মাস্কের দাম বেশি রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের নির্দেশনায় মাস্কের মুল্য নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার ময়মনসিংহ সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নিয়মিত অভিযান চলবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবারও দুটি দোকানকে মাস্ক এর দাম বেশি রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।