পিরোজপুর প্রতিনিধি, মোঃ খালেদ খান

অদ্যকাল বুধবার দুপুর সোয়া ৩ টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন মন্টু কাজীর ঘরের দ্বিতীয় তলায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপি চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। মন্টু কাজীর স্ত্রী জেসমিন্নাহার বেগম জানান, ঘরের দ্বিতীয় তলায় বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভাতে শুরু করে। এরপর ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে স্বক্ষম হয়। ঘরে দ্বিতীয় তলায় থাকা শুকনা শুপারি ও মূলবান কাগজপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফারুক হোসেন হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নেভাতে স্বক্ষম হই। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে প্রাথমিক ধারনা করা যাচ্ছে।