করোনাভাইরাসের আতঙ্কে  বিমান চলাচল ও ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে সৌদি আরব। দেশটিতে আরো ২৪ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ৪৫ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলো।

এই প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)  এবং অন্য ১২টি দেশে বিমান চলাচল এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। 

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার ভোরের দিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

এসপিএ জানিয়েছে, আক্রান্ত দেশগুলো থেকে সৌদি নাগরিক ও বাসিন্দাদের ফিরে আসতে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। 

এদিকে জর্ডানের সাথে সমস্ত স্থলপথে যাত্রীদের চলাচলের বিষয়টি স্থগিত করা হয়েছে। তবে বাণিজ্যিক এবং পণ্যসম্ভার পরিবহনের বিষয়টি এখনও অনুমোদিত রয়েছে। 

 এর আগে সৌদি আরব প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোসহ প্রায় ১৯ টি দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছিল। 

সৌদি আরব জানিয়েছে, সৌদিতে প্রবেশের স্থানগুলোতে স্বাস্থ্য তথ্য এবং ভ্রমণের বিবরণ প্রকাশ না করলে ৫ লাখ রিয়াল জরিমানা করা হবে। 

সূত্র : আসরাক আল আওসাত