করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে ভারত। এরই মধ্যে ৭৫ জন আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। মৃত্যু হয়েছে একজনের। এমন অবস্থায় সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলে করোনা মোকাবেলায় একটি যৌথ কৌশল তৈরি করতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার তিনি সবাইকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি যৌথ কৌশল তৈরি করার আহ্বান জানান।

দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো সার্ক। এই আঞ্চলিক সংস্থাটি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত। এক টুইট পোস্টে মোদি জানিয়েছেন, করোনার সঙ্গে সারা বিশ্ব যুদ্ধ করছে। এই ভাইরাস মোকাবেলায় কিছু কিছু ক্ষেত্রে সরকার এবং নাগরিকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। 

টুইট বার্তায় তিনি বলেন, আমি বলতে চাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর নেতারা করোনা মোকাবেলায় একটি শক্তিশালী কৌশল তৈরি করতে পারে। আমাদের নাগরিকদের সুস্থ রাখতে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। তিনি আরো বলেন, একসঙ্গে কাজ করে আমরা সারা বিশ্বে একটি উদাহরণ তৈরি করতে পারি।

সূত্র: ডেকান ক্রনিকল