চট্টগ্রামবাসীদের আধুনিক সেবা নিশ্চিতে ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আধুনিক নগর ভবন নির্মাণ’ প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২২৯ কোটি ৪৪ লাখ টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের পর প্রকল্পটি ২০২৩ সালের মধ্যে বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার এ প্রকল্পটির উপর প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভা করেছে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনের সব কার্যক্রম বিভিন্ন ভবনে ভাগ করে করা হচ্ছে। নতুন ভবন তৈরি হলে একই ছাদের নিচে নগর ভবনের সব কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।