ইতালি থেকে ফেরত ২১৮ জন ভারতীয় নাগরিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার সকালে সরাসরি বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয় তাদের।
দিল্লীর দক্ষিণ পশ্চিমের ছাওলা অঞ্চলে তাদেরকে আলাদা করে কোয়ারেন্টাইনে রেখেছেন দিল্লী সরকার। ইতালি ফেরত ২১৮ জনের মধ্যে ২১৪ জনই শিক্ষার্থী।


স্থানীয় সময় রোববার সকাল ৯ টা ৪৫ মিনিটে  দিল্লীর ইন্দিরা গান্ধী বিমানবন্দরে যাত্রীবাহি বিমানটি অবতরণ করে। বিমান থেকে নামার পর সরাসরি তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। আগামী ১৪ দিন তাদের সবাইকে  কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছে ভারত পুলিশ।  
এরই মধ্যে করোনা মোকেবেলায় সামায়িক সময়ের জন্য  ভিসা বাতিল করেছে ভারতীয় সরকার। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। আর প্রাণহানি হয়েছে ২ জন মানুষের।