করোনাভাইরাস শঙ্কায় জনসমাগম এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের যে সিদ্ধান্ত এ দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, এ দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রবিবার সচিবালয়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ বিষয়ে এক বৈঠক শেষে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, এ সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করবে।
মন্ত্রী বলেন, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা ছিলেন। তাদের আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করার জন্য বলেছি। আরেকটু বলেছি আজকে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা যে টেবিল-চেয়ার ব্যবহার করে সেগুলো মুছে পরিষ্কার রাখেন। জীবাণুমুক্ত করে রাখেন।
বৈঠকে সরকারের ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।