আতিকুর রহমান- মোহাম্মদপুর প্রতিনিধি।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “যারা আমাদের কনট্রাকটর হবে। এই পারচেইজ কমিটি থেকে যত প্রজেক্ট অনুমোদন দেব এরা সবাই বড় বড় ও মাঝারি কনট্রাকটর। তাদের সবাই ট্যাক্স দেওয়ার মতো সক্ষমতা রাখে। আমরা এখন থেকে ভেরিফাই করে নেব ট্যাক্স ফাইল আপ টু ডেট আছে কি না।
“যাদের ট্যাক্স লাস্ট অ্যাসেসমেন্ট কপি আমাদের দেবে না তাদেরকে কাজ করার জন্য বাইরে রাখব। কাউকে কাজ পাওয়ার জন্য কোয়ালিফাই করার জন্য আপডেট থাকতে হবে ট্যাক্সফাইল এবং তাদের সম্পদের পরিমাণ কত এবং কী পরিমাণ ট্যাক্স তারা পেমেন্ট করে এবং সর্বশেষ আপডেট দিতে হবে।”
এ সিদ্ধান্তের মাধ্যমে নতুন নতুন করদাতার সঙ্গে রাজস্ব আয় বাড়বে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।