আজ শুক্রবার সন্ধ্যায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাজধানী ঢাকায়। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হয়। আগামীকাল শনিবার ও রবিবার দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
শুক্রবার রাত ৯টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, বগুড়া, নোয়াখালী, ময়মনসিংহ, সিলেট, টাংগাইল, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল এবং কুমিল্লা, অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আগামী দুই দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এসময়ে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে পরবর্তী তিনদিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমেদ।