চলমান করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশনকে জানিয়ে দেয় এশিয়ান হকি ফেডারেশন। আগামী ৪ থেকে ১২ জুন ঢাকায় হওয়ার কথা ছিল ১০ জাতির এ টুর্নামেন্ট।
আনুষ্ঠানিক ইমেইল বার্তায় জানানো হয়েছে, অনিবার্য কারণবশত স্থগিত হওয়া আসরগুলো পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের চেষ্টা করা হবে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট আয়োজক দেশ, আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ও অন্যান্য বিশ্ব ক্রীড়া সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে এশিয়ান হকি ফেডারেশন।
জানা গেছে, বাংলাদেশ ছাড়াও এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ছিল জুনিয়র এশিয়া কাপের আগের আসরের সেরা ৫ দল ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়ার। তাদের সঙ্গে যোগ দিত গত ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপ থেকে কোয়ালিফাই করা চীন, ওমান, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান।